image

খেলাধুলা / 20 December, 2024

মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত

নিজস্ব প্রতিনিধি, কুয়ালালামপুর - মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দাপট অব্যাহত ভারতের। শুক্রবার শ্রীলঙ্কাকে ৩১ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সেমিতে উঠেছিল আয়ুষী শুক্লারা। এবার ফাইনালে উঠল তাঁরা।

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৮ রান তোলে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে অধিনায়ক মানুদি নানায়াক্কারা সর্বাধিক ৩৩(৩০) রান তোলেন। এছাড়া সুমুদু নিশনসলা স্কোরবোর্ডে ২১(৩১) রান যোগ করেন। ভারতের হয়ে আয়ুষী শুক্লা সর্বাধিক ৪ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৪.৫ ওভারেই ৬ উইকেট হারিয়ে ১০২ রান তুলে জয়ের হাসি হাসল ভারত। জি কমলিনী ২৬ বলে ২৮ রান ও গোঙ্গাডি তৃষা ২৪ বলে ৩২ রান তুলে অপরাজিত ছিলেন। মিথিলা বিনোদ ১২ বলে ১৭ রান অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার হয়ে চামোদি প্রমোদা ৩ টি ও শাসিনি গিমহানি ২ টি করে উইকেট নেন।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics