হামাসের হয়ে প্রচারের অভিযোগ, আমেরিকায় গ্রেফতার ভারতীয় গবেষক
নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - হামাসের হয়ে প্রচারের অভিযোগে আমেরিকায় গ্রেফতার ভারতীয় গবেষক-ছাত্র বদর খান সুরি। ইতিমধ্যেই ওয়াশিংটনের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের বদরকে আমেরিকা থেকে বহিষ্কার করা হয়েছে।
বদর খান সুরির বিরুদ্ধে হামাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলেছে মার্কিন অভিবাসন দফতর। সম্প্রতি তাঁর বিরুদ্ধে প্যালেস্টাইনের সমর্থনে মিছিলে হাঁটা, স্লোগান তোলা, হামাসের হয়ে গলা চড়ানোর অভিযোগে উঠেছে। সুরির ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।
সূত্রের খবর, ভার্জিনিয়ায় নিজের বাড়ি ছিলেন সুরি। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। ‘হোমল্যান্ড সিকিউরিটি’ দফতরের অফিসাররা সুরিকে জানান, সরকার তাঁর ভিসা বাতিল করা হয়েছে।
এক্স হ্যান্ডেলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন জানান, "সুরি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের বৈদেশিক মুদ্রা বিভাগের ছাত্র ছিলেন। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় হামাসের প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ রয়েছে। তিনি ইহুদি বিদ্বেষের প্রচার করতেন।"
তিনি আরও জানিয়েছেন, "আমাদের কাছে খবর রয়েছে, হামাসের অন্যতম শীর্ষ পরামর্শদাতার যোগ রয়েছে সুরির। ওই জঙ্গি সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। এই কার্যকলাপের জন্য গত ১৫ মার্চ বিদেশমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে আইএনএ ধারা ২৩৭(এ)(৪)(সি)(আই) এর অধীনে সুরিকে আমেরিকা থেকে বহিষ্কার করা হয়েছে।"
মার্কিন নাগরিক মাফেজে সালেহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ বদর খান সুরি। জর্জটাউনের আলওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম-ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিং-এর একজন পোস্টডক্টরাল গবেষক তিনি, যা বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ফরেন সার্ভিসের অংশ। তাঁর স্ত্রী মাফেজে সালেহ গাজার বাসিন্দা।