image

বিদেশ / 27 November, 2024

ট্রাম্পের প্রশাসনে ভারতীয়, মার্কিন প্রেসিডেন্টের ভরসা বাঙালি

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – নতুন বছরের ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রশাসনে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ’ (এনআইএইচ)-এর ডিরেক্টর পদ দেওয়া হল ভারতীয় বংশোদ্ভূত ডঃ জয় ভট্টাচার্যকে। তাঁর জন্ম কলকাতাতে। সুতরাং, মার্কিন প্রেসিডেন্টের ভরসা সেই বাঙালি। 

ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতি দিয়ে জানিয়েছেন,” ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ’ (এনআইএইচ)-এর ডিরেক্টর করা হল ডঃ জয় ভট্টাচার্যকে। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে হেলথ পলিসি নিয়ে পড়ান তিনি। ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিকস রিসার্চের রিসার্চ অ্যাসোসিয়েট তিনি। ডঃ জয় ভট্টাচার্য একজন স্বাস্থ্যবিদ ও অর্থনীতিবিদ।“ 

ডঃ জয় ভট্টাচার্য স্ট্যানফোর্ড ইনস্টিটিউট ফর ইকোনমিক পলিসি রিসার্চ, স্ট্যানফোর্জ ফ্রিম্যান স্পগলি ইনস্টিটিউট ও হুভার ইনস্টিটিউটে একজন সিনিয়র ফেলো। তাঁর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমডি ও পিএইচডি ডিগ্রি রয়েছে। স্ট্যানফোর্ডের সেন্টার ফর ডেমোগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স অফ হেলথ অ্যান্ড এজিংয়ের ডিরেক্টর তিনি।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics