বিনোদন জগতে ইন্দ্রপতন, প্রয়াত মার্ক উইথার্স
নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক – তাঁর শরীরে বাসা বেঁধেছিল ক্যানসার। শেষ রক্ষা আর হল না। শনিবার না ফেরার দেশে পাড়ি দিলেন মার্ক উইথার্স। হলিউড ইন্ডাস্ট্রি হারিয়ে ফেলল এক রত্ন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মার্কের মৃত্যুর দুঃসংবাদ জানিয়েছেন তাঁর মেয়ে জেসি উইথার্স।
মার্কের মেয়ে জানিয়েছেন, “বাবার অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর অসুস্থতাকে অদম্য শক্তির সঙ্গে মোকাবিলা করেছিলেন তিনি। কিন্তু কোনওভাবেই আর শেষরক্ষা হল না।“ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত। মার্কের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন অনুগামীরা।
স্ত্রী হাইয়ান লিউ উইথার্স ও মেয়ে জেসি উইথার্সকে রেখে গেলেন মার্ক। ‘ডেস অফ আওয়ার লাইভস,’ ‘এলএ ল’, ‘ম্যাটলক,’ ‘ফ্রেজার,’ ‘স্ট্রেঞ্জার থিংস,’ ‘ক্রিমিনাল মাইন্ডস,’ ‘ওয়ান্ডার ওম্যান,’ ‘ম্যাগনাম পিআই,’ ‘দ্য ডিউকস’ হ্যাজার্ড,’ ‘সেন্স8’, ‘ ডাইনেস্টি ‘, ‘ স্ট্রেঞ্জার থিংস’ মতো বহু ছবিতে অভিনয় করেছেন মার্ক উইথার্স।