বাংলাদেশে ৮০ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ, উদ্বেগ প্রকাশ ইউনুসের
নিজস্ব প্রতিনিধি, ঢাকা – মায়ানমারের অন্যতম বড় শহর মংডু এখন বিদ্রোহীদের দখলে। এই পরিস্থিতিতে হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করছে বাংলাদেশে। নতুন করে বাংলাদেশে ৮০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার।
ডি-৮ সামিটে অংশ নেওয়ার জন্য মিশরের রাজধানী কায়রোতে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেখানে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ড. জামব্রি আবদুল কাদিরের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠক করেন তিনি।
বৈঠকে ইউনুস জানান, গত কয়েক মাসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন ৮০ হাজারের বেশি রোহিঙ্গা। রোহিঙ্গা ইস্যু নিয়ে পদক্ষেপ ও বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্ক মজবুত করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ড. জামব্রি আবদুল কাদির। উল্লেখ্য, বর্তমানে কক্সবাজারে বসবাস করছে ১২ লক্ষ রোহিঙ্গা শরণার্থী।
গৃহযুদ্ধে জ্বলছে মায়ানমার। মায়ানমার থেকে আরাকানকে আলাদা করে দেশ ঘোষণা করতেই লড়াই শুরু হয়েছে। লড়াই চলছে বার্মিজ সেনার সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর। এর মধ্যে অন্যতম আরাকান আর্মি। এর মধ্যেই মায়ানমার-বাংলাদেশ সীমান্তে মংডু শহর দখল করে নিয়েছে বিদ্রোহীরা।
উল্লেখ্য, বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে রয়েছে টিএনএলএ (তাং ন্যাশনাল লিবারেশন আর্মি), আরাকান আর্মি ও এমএনডিএএ (মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি)। এই তিন বিদ্রোহী গোষ্ঠীর জোটের নাম ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’। ২০২৩ সালের ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছে বিদ্রোহী জোট।