নেতানিয়াহু সহ ৩ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারি আন্তর্জাতিক আদালতের
নিজস্ব প্রতিনিধি, তেল আভিভ – বৃহস্পতিবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ ৩ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। নেতানিয়াহু ছাড়া ইজরায়েলের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাস নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি ওরফে মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেফতারি পারোয়ানা জারি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গাজায় গণহত্যায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।
গাজায় ইজরায়েলি সেনা প্যালেস্টাইনিদের নির্বিচারে খুন করার অভিযোগে চলতি বছরের ২০ মে নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিসির দফতরে ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারির দাবি তোলা হয়েছিল। সেই আবেদন খতিয়ে দেখে বেঞ্জামিন নেতানিয়াহু সহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা ভূখণ্ডকে কেন্দ্র করে ইজরায়েল-হামাসের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের জেরে প্রাণ হারান হাজার হাজার সাধারণ মানুষ।
ইজরায়েল-হামাসের মধ্যে সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৪,০৫৬ জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গাজা উপত্যকায় আহত হয়েছেন ১০৪,২৬৮ জন। ইজরায়েল-হামাসের সংঘর্ষের পরই সরব হয় আন্তর্জাতিক অপরাধ আদালত।