টি-শার্ট পরিয়ে ৩৬৯ জন প্যালেস্তিনীয়কে মুক্তি ইজরায়েলের, হামাস ছাড়ল ৩ বন্দিকে
নিজস্ব প্রতিনিধি, গাজা - জীবন যুদ্ধের লড়াইয়ে দাঁড়িয়ে থাকা একে একে পনবন্দিদের মুক্তি দিচ্ছে হামাস। এবার আরও ৩ পণবন্দিকে মুক্তি দিল এই জঙ্গি সংগঠন। পাশাপাশি টি-শার্ট পরিয়ে ৩৬৯ জন প্যালেস্তিনীয়কে মুক্তি দিয়েছে ইজরায়েল।
সূত্রের খবর, স্থানীয় সময় অনুযায়ী, শনিবার ৩ বন্দিকে মুক্তি দেয় হামাস। যাঁদের মুক্তি দেওয়া হয়েছে তাঁরা হলেন আইয়ার হর্ন (৪৬), সাশা ট্রাউফানভ (২৯), সাগুই ডেকেন চেন (৩৬)। মুক্তির আগে তাঁদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় একটি করে ব্যাগ ও অ্যালবাম।
৩৬৯ জন প্যালেস্তিনিয় বন্দিকে মুক্তি দিয়েছে ইজরায়েল। যাঁদের মধ্যে ৩৬ জন ইজরায়েলের জেলে যাবজ্জীবন সাজা পেয়েছিলেন। বাকি ৩৩৩ জন বন্দিকে ইজরায়েল ও গাজার মধ্যে যুদ্ধ চলাকালীন গ্রেফতার করা হয়েছিল। তাদের পরনে ছিল সাদা টি-শার্ট ইজরায়েলের জাতীয় লোগো সহ লেখা, ‘ভুলব না, ক্ষমাও করব না’।
উল্লেখ্য, লিরি আলবাগ, করিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া ও নামা লেভি নামের ৪ মহিলাকে মুক্তি দেওয়া হয়েছে। ইজরায়েলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) সদস্য তাঁরা। হামলার সময় গাজা সীমান্তে মোতায়েন ছিলেন তাঁরা। রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁদের।
এর আগে এমিলি ডামারি, ডোরন স্টেইনব্রিচার নামের তিন মহিলাকে মুক্তি দিয়েছে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হামাস। তাঁদের আবার গিফট দিয়েছে এই জঙ্গি সংগঠন। নির্ধারিত সময় থেকে ৩ ঘণ্টা দেরিতে ছাড়া হয় পণবন্দিদের। রেডক্রসের হাতে তুলে দেয় হামাস। তেল আভিভে প্রতিরক্ষা দফতরের বাইরে এই গোটা ঘটনার লাইভ সম্প্রচার করা হয়।
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালিয়ে ছিল হামাস। সেই সময় ২৫০ মানুষকে বন্দি করে গাজায় নিয়ে গিয়েছিল হামাস। এরপর থেকে একের পর এক রক্তক্ষয়ী হামলা চালায় ইজরায়েলি সেনা। এর জেরে গাজাকে কার্যত শশ্মানে পরিণত করে দিয়েছে ইজরায়েল। এই হামলায় প্রায় ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।