News details

image

Rabi Mondal / 10 December, 2024

সিরিয়ায় আকাশপথে হামলা ইজরায়েলের 

নিজস্ব প্রতিনিধি, সিরিয়া – দিন কয়েক আগেই সিরিয়ায় ক্ষমতাচ্যুত হয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ক্ষমতা দখল করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তাদের সহযোগী জইশ আল ইজ্জা। এই পরিস্থিতিতে সিরিয়ায় আকাশপথে হামলা চালাল ইজরায়েল।

সূত্রের খবর, সিরিয়ার রাজধানী দামাস্কাসের একাধিক সেনাঘাঁটি লক্ষ্য করে প্রায় বোমাবর্ষণ করে তেল আভিভ। অভিযোগ, দামাস্কাস ছাড়া হোমস শহর ও একাধিক বিমানবন্দরে আকাশপথে হামালা চালিয়েছে ইজরায়েলি ফৌজ। সব মিলিয়ে প্রায় ২৫০ টি হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।    
  
হেলিকপ্টার ও জেট উত্তর-পূর্ব সিরিয়ার কামিশলি বিমান ঘাঁটি, হোমসের শিনশার ঘাঁটি ও দক্ষিণ-পশ্চিমে আকরবা বিমানবন্দরেও বোমাবর্ষণ করেছে ইজরায়েলি ফৌজ। সিরিয়ায় সেদেশে থাকা নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইজরায়েল সরকার।