জলপাইগুড়ির ড্রাগ কন্ট্রোল অফিসারের বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - রাজ্যে যখন জাল ওষুধ নিয়ে চরম বির্তক চলছে ,তখনই এক ড্রাগ কন্ট্রোল অফিসারের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর জালিয়াতির অভিযোগ। ওষুধ দোকানের কর্মীদের অভিজ্ঞতা সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে তিনি জাল নথি তৈরির মদত দিয়েছেন বলে অভিযোগ। এছাড়াও, ঘুষ নেওয়ার অভিযোগও উঠছে তার বিরুদ্ধে।
সূত্রের খবর, ওষুধ দোকানে কর্মী নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা সার্টিফিকেট যাচাইয়ের দায়িত্বে থাকেন ড্রাগ কন্ট্রোল ইন্সপেক্টররা। কিন্তু জলপাইগুড়ির এক ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ তিনি কাগজপত্র খতিয়ে না দেখে জালিয়াতির মাধ্যমে ভুয়ো সার্টিফিকেট দিচ্ছিলেন। শুধু তাই নয়, এর বিনিময়ে তিনি মোটা অঙ্কের ঘুষও নিচ্ছিলেন দোকানদারদের কাছ থেকে। অভিযোগকারীরা ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে জলপাইগুড়ি ড্রাগ কন্ট্রোল অফিসে নানা রকমের পোস্টার লাগিয়ে রেখেছে। অভিযুক্ত ইন্সপেক্টর বর্তমানে ঈদের ছুটিতে রয়েছে, তবে এই ঘটনায় দফতরের অন্যান্য আধিকারিকদের অস্বস্তির মুখে পড়তে হচ্ছে। ইতিমধ্যে প্রশাসন বিষয়টি তদন্ত শুরু করেছে।
এই প্রসঙ্গে জলপাইগুড়ি ড্রাগ কন্ট্রোল দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সমিত সাহা জানিয়েছেন, প্রথমত পোস্টারে যে বিষয়টি পরিষ্কার নয় যে ইন্সপেক্টর অভিজ্ঞতার কোনো সার্টিফিকেট দেয় না, সার্টিফিকেট যাচাই করেন। এবার এখানে যার নাম দেওয়া আছে সে হয়তো ৪-৫ টা সার্টিফিকেট যাচাই করেছিল। আমাদের কাছে এটা স্পষ্ট নয় যে কোন ক্ষেত্রে ওনার কাছের অস্বচ্ছতা আছে। অভিযোগকারী যদি কোনো প্রমাণ বা তথ্য দিতে পারে যে নির্দিষ্ট এই বিষয়ে তার অপরাধ আছে সে ক্ষেত্রে প্রশাসন নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেবে।
তিনি আরও বলেন, এই বিষয় নিয়ে অফিসারের সঙ্গে কথা বলা হবে কারণ এর আগেও এরম পোস্টার পড়েছিল কিন্তু সেখানে তার কোনো অপরাধ ছিল না। তো যদি তথ্য প্রমাণ থাকে তাহলে সেই হিসেবে আমাদের উচ্চপদস্থ কর্মকর্তারা যা করণীয় করবেন।