চালু হয়ে গেল জিও হটস্টার, পছন্দের কনটেন্ট দেখতে পাবেন OTT প্রেমীরা
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টার মিলিত হয়ে আনুষ্ঠানিকভাবে শুক্রবার চালু করা হল জিও হটস্টার। OTT প্রেমীরা এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখতে পাবেন তাঁদের পছন্দের কনটেন্ট। পরিবর্তন করা হয়েছে সংস্থার লোগো।
যাদের জিও সিনেমা বা ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশন নেওয়া ছিল তারা খুব সহজেই জিও হটস্টারে তাদের পছন্দের কনটেন্ট দেখতে পারবেন। অরিজিনাল কনটেন্ট ছাড়াও জিও হটস্টারে পাওয়া যাবে এনবিসি ইউনিভার্সাল পিকক, ওয়ার্নার ব্রস, ডিসকভারি, এইচবিও, প্যারামাউন্ট ইত্যাদি চ্যানেলের কনটেন্ট।
প্রাথমিকভাবে জিও হটস্টারে তিনটি আলাদা-আলাদা প্ল্যান চালু করা হয়েছে। সেগুলি হল - মোবাইল প্ল্যান, সুপার প্ল্যান এবং প্রিমিয়াম প্ল্যান। প্রতিটি প্ল্যানে ৩ মাস ও ১ বছরের রিচার্জ প্যাক থাকছে। শুধুমাত্র প্রিমিয়াম প্ল্যানের অধীনে বাড়তি ১ মাসের রিচার্জ প্যাক রয়েছে।
জিও হটস্টারের মোবাইল প্ল্যান -
১) ৩ মাসের প্ল্যান - ১৪৯ টাকা
২) ১ বছরের প্ল্যান - ৪৯৯ টাকা
৩) কোনও একটি ফোনে জিও হটস্টার চালু থাকলে অন্য ফোনে তা খোলা যাবে না।
৪) প্রথম ৩ মাসের প্ল্যানের ক্ষেত্রে ডিসকাউন্ট পাওয়া গেলেও পরবর্তী ৩ মাসের রিচার্জ প্ল্যানের জন্য লাগবে ১৪৯ টাকা।
জিও হটস্টারের সুপার প্ল্যান -
১) ৩ মাসের প্ল্যান - ২৯৯ টাকা
২) ১ বছরের প্ল্যান - ৮৯৯ টাকা
৩) একই সময় ২ টি ডিভাইস থেকে দেখা যাবে জিও হটস্টার।
জিও হটস্টারের প্রিমিয়াম প্ল্যান -
১) ১ মাসের প্ল্যান - ২৯৯ টাকা
২) ৩ মাসের প্ল্যান - ৪৯৯ টাকা
৩) ১ বছরের প্ল্যান - ১,৪৯৯ টাকা
৪) মোবাইল, ওয়েব এবং লিভিং রুম ডিভাইসে জিও হটস্টার দেখা যাবে।
৫) একই সময় ৪ টি ডিভাইস থেকে দেখা যাবে জিও হটস্টার।
৬) লাইভ ছাড়া অন্যান্য যে কোনও ক্ষেত্রে বিজ্ঞাপন দেখানো হবে না।