চাকরির নাম করে প্রতারণা, মন্দিরে রাত্রিবাস অসহায় যুবকের
নিজস্ব প্রতিনিধি, নদীয়া - চাকরি করে দেবে বলে সুদূর সুন্দরবন থেকে ডেকে আনে এক যুবককে। তারপর তাকে মন্দিরের সামনে বসিয়ে রেখে পালিয়ে গেল প্রতারক। অসহায় হয়ে মন্দিরে রাত্রিবাস করল ওই যুবক।
সুন্দরবনের বাসিন্দা আখতার সরকার। বাবা মধু বিক্রেতা। ২০ কেজি মধু কিনতে আসেন এক ব্যক্তি। প্রথমে আখতারের বাবাকে ১০ কেজির দাম দেয় ওই ব্যক্তি। তারপর বাকি ১০ কেজির দাম পরে দেবে সেইসঙ্গে আখতারকে সেলাইয়ের কাজের চাকরি দেবে বলে নিয়ে আসে রানাঘাটে। সেখানে এক মন্দিরের সামনে আখতারকে ১০ মিনিট অপেক্ষা করতে বলে পালিয়ে যায় ওই ব্যক্তি। তারপর রাতভর অসহায় ভাবে মন্দিরের সামনে রাস্তায় থাকে আখতার। পরে সকালে ট্রাফিক পুলিশের চোখে পড়লে সামনে আসে সমস্ত ঘটনা। ইতিমধ্যেই আখতারকে উদ্ধার করেছে পুলিশ।
আখতার বলেন, "আমার বাবার থেকে ২০ কেজি মধু কিনেছে লোকটা। ১০ কেজির দাম দিয়েছে বাড়িতে।তার পরেই বাবাকে বলল আমার সেলাইয়ের কাজে ঢুকিয়ে দেবে। আমাকে তাই এখানে নিয়ে এলো। আমায় ওই মন্দিরে বসতে বলল। তার পরে আর আসেনি। আমি কিছু চিনিনা এখানে সঙ্গে কিছু নেই।"