জোড়া বদলা, অজি কাঁটা উপড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
নিজস্ব প্রতিনিধি, দুবাই - ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের হারের বদলা নিল টিম ইন্ডিয়া। ১১ বল থাকতেই ৪ উইকেটে জয় পেল রোহিত বাহিনী। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল ভারত।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ব্যাট করতে নেমেই ধাক্কা খায় অজিরা। ওপেনার কুপার কোনোলি রানের খাতা খুলতেই ব্যর্থ। আরেক ওপেনার ট্রাভিস হেড ৩৩ বলে ৩৯ রান তোলেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক স্টিভ স্মিথ ৭৩(৯৬) রান করেন। অজিদের হয়ে তিনি সর্বাধিক রান তোলেন।
শামি থেকে বরুণ, অক্ষর থেকে জাদেজাদের ঘূর্ণিতে রান তুলতে বেগ পায় অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন ২৯(৩৬) রান, অ্যালেক্স ক্যারি ৬১(৬৭) রান, বেন ডোয়েরিস ১৯(২৯) রান, নাথান এলিস ১০(৭) রান স্কোরবোর্ডে যোগ করেন। ভারতের হয়ে মহম্মদ শামি ৩ টি, হার্দিক পান্ডিয়া ১ টি, বরুণ চক্রবর্তী ২ টি, অক্ষর প্যাটেল ১ টি ও রবীন্দ্র জাডেজা ২ টি উইকেট নেন। ২৬৪ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৭ রান তুলে জয়ের হাসি হাসল টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা ২৮(২৯) রান তোলেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে বাইশ গজে রাজ করেন বিরাট কোহলি। ৯৮ বলে ৮৪ রান তোলেন তিনি। শ্রেয়স আইয়ার ৪৫(৬২) রান, অক্ষর প্যাটেল ২৭(৩০) রান, হার্দিক পান্ডিয়া ২৮(২৪) রান তোলেন। লোকেশ রাহুল ৪২(৩৪) রান ও রবীন্দ্র জাডেজা ২(১) রান তুলে অপরাজিত ছিলেন।