রেশন দুর্নীতিতে শর্তসাপেক্ষ জামিন জ্যোতিপ্রিয় মল্লিকের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - অবশেষে প্রায় ১৫ মাস পর ফিরছে বালু। বুধবার জামিন পেলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে কলকাতার নগর দায়রা আদালত।
সূত্রের খবর, রেশন দুর্নীতিতে ইডির করা মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিয়েছে কলকাতায় ইডির বিশেষ আদালত।কোর্টের তরফে একাধিক শর্ত বেঁধে দেওয়া হয় বালুকে। সেগুলি হল তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা করতে হবে। বিচারপ্রক্রিয়ায় নিয়মিত উপস্থিত থাকতে হবে। সাক্ষীদের প্রভাবিত করা চলবে না।পাসপোর্ট-ভিসা জমা রাখতে হবে।আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না।
এদিন জ্যোতিপ্রিয়র আইনজীবীরা ফের তাঁর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন। এছাড়া এই মামলায় বাকি অভিযুক্তরা জামিন পেয়ে গিয়েছেন বলেও জানান তাঁরা। সঙ্গে জানান, জ্যোতিপ্রিয়র কাছ থেকে এই মামলায় আর বিশেষ কিছু জানার নেই ইডির। এমনকী এখুনি এই মামলার বিচারপ্রক্রিয়া শুরুর সম্ভাবনাও নেই। তাই এভাবে একজন অভিযুক্তকে জেলে আটকে রাখা অনুচিত।
যদিও আদালতে জ্যোতিপ্রিয়র জামিনের তীব্র বিরোধিতা করেছেন ইডির আইনজীবী। জামিনের আর্জি খারিজের দাবি জানিয়ে ফের এদিন প্রভাবশালী তত্ত্ব তুলে সরব হন ইডির আইনজীবীরা। তাঁরা বলেন, জ্যোতিপ্রিয় অত্যন্ত প্রভাবশালী। জেল থেকে মুক্তি পেলে তিনি তথ্যপ্রমাণ লোপাট করতে পারেন। প্রভাবিত করতে পারেন সাক্ষীদের। তবে সে কথা শোনেননি বিচারক।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৭ অক্টোবর র্যাশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ‘বালু’কে। দুদফায় হেপাজতে যাওয়ার পর, প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে ঠাঁই হয় তাঁর। তবে গ্রেফতার হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন মন্ত্রী। অসুস্থ হয়ে পড়ায়, জেল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়। জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। এই মামলায় আগেই জামিন পেয়েছেন চালকল ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য, ব্যবসায়ী বিশ্বজিৎ দাস।