চিপকে কেকেআর-সিএসকে মহাযুদ্ধ, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, চেন্নাই – শুক্রবার সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। টানা ৪ ম্যাচে হারের মুখ দেখেছে ইয়োলোব্রিগেড। মাত্র ১ টিতে জয় পেয়েছে তাঁরা। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে ২ টি ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। ফের চেন্নাই সুপার কিংসের দায়িত্ব দেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনির কাঁধে।
ওপেনিংয়ে ঝড় তুলছেন রাচিন রবীন্দ্র। রবীন্দ্র জাডেজার সঙ্গে জুটি বেঁধেছেন রবিচন্দ্রন অশ্বিন। এই সবের মাঝে মূল আকর্ষণ ‘চিরযুবক’ মহেন্দ্র সিং ধোনি। যখনই মাঠে নামছেন তখনই যেন বাইশ গজে সাইক্লোন হচ্ছে। কেকেআরের মাথাব্যথার কারণ হতে পারে চেন্নাইয়ের স্পিন ত্রয়ী অশ্বিন-জাডেজা-নুর।
প্রতি ম্যাচের মতো এ ম্যাচেও অভিজ্ঞতার উপরেই ভরসা রাখবে কেকেআর। ওপেনিংয়ে দেখা যেতে পারে কুইন্টন ডি’কক ও অজিঙ্ক রাহানেকে। এরপর একে একে মাঠে নামবেন ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল। বরুণ চক্রবর্তীর ঘূর্ণি দেখার অপেক্ষায় নাইটরা। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ –
কুইন্টন ডি’কক, সুনীল নারিন, অংক্রিশ রঘুবংশী, আজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ –
রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, মুকেশ চৌধুরী, খলিল আহমেদ