কেকেআর-পাঞ্জাব দৌরাত্ম্য, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, মোহালি – মঙ্গলবার সন্ধ্যায় আইপিএলের ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৬ টি ম্যাচ খেলে ৩ টিতে জয় পেয়েছে কেকেআর। অন্যদিকে ৫ টি ম্যাচের মধ্যে ৩ টি ম্যাচ জিতেছে পাঞ্জাব। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছে ৩৩ বার। এর মধ্যে ২১ বার জয়ের মুখ দেখেছে নাইটরা। ১২ বার জয় পেয়েছে পাঞ্জাব।
গত মরশুমে কেকেআরকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়াস আইয়ারের কাঁধে রয়েছে পাঞ্জাবের দায়িত্ব। বাইশ গজে তাণ্ডব চালাচ্ছেন তিনি। রীতিমতো প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠেছেন শ্রেয়াস। পাঞ্জাবের টিমকে বলাই চলে ‘মিনি অস্ট্রেলিয়া’। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, জাভিয়ের বার্লেট, অ্যারন হার্ডি, জশ ইংলিশ মতো তাবড় তাবড় অস্ট্রেলিয়ানরা রয়েছে পাঞ্জাবে। আফগান অলরাউন্ডার আজমতুল্লা ওমরজাই, কিউই পেসার লকি ফার্গুসন, প্রোটিয়া বাঁ হাতি পেসার মার্কো জানসেনের মতো তারকারাও রয়েছে পাঞ্জাব কিংসে। সব মিলিয়ে একেবারে পরিণত টিম পাঞ্জাব।
প্রতি ম্যাচের মতো এ ম্যাচেও অভিজ্ঞতার উপরেই ভরসা রাখবে কেকেআর। ওপেনিংয়ে দেখা যেতে পারে কুইন্টন ডি’কক ও অজিঙ্ক রাহানেকে। এরপর একে একে মাঠে নামবেন ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল। বরুণ চক্রবর্তীর ঘূর্ণি দেখার অপেক্ষায় নাইটরা। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ –
প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, নেহাল ওয়াদেরা, মার্কাস স্টইনিস, শশাঙ্ক সিং, মার্কো জানসেন, হরব্রীত বার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ –
কুইন্টন ডি’কক, সুনীল নারিন, অংক্রিশ রঘুবংশী, আজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা