রোহিতকে ‘ধোবি কা কুত্তা’ বলেছিলেন কঙ্গনা, 'মোটা' বিতর্কে পাল্টা তোপ শামার
নিজস্ব প্রতিনিধি, মুম্বই - রোহিতকে ‘মোটা-খারাপ অধিনায়ক’ বলে কটাক্ষ করে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। এবার বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের পুরনো পোস্টকে হাতিয়ার করেছেন তিনি। কংগ্রেস নেত্রীর মন্তব্য, রোহিতকে ‘ধোবি কা কুত্তা’ বলেছিলেন কঙ্গনা।
২০২১ সালে কৃষক আন্দোলনের আবহে রোহিত বলেছিলেন, “যখনই আমরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছি, তখনই ভারত শক্তিশালী হয়েছে। সমাধানসূত্র বের করাই হল এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশের কল্যাণের ক্ষেত্রে কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমি নিশ্চিত যে ঐক্যবদ্ধভাবে সমাধানসূত্র বের করার ক্ষেত্রে প্রত্যেকে নিজেদের ভূমিকা পালন করবেন।“
সেই সময় কঙ্গনা আক্রমণ শানিয়ে বলেন, “এই ক্রিকেটারগুলো কথা শুনে মনে হচ্ছে, এরা ধোবি কা কুত্তা, না ঘরকা না ঘাটকার মতো শোনাচ্ছে? কৃষকরা কেন এই আইনগুলির বিরোধিতা করছেন? যা তাঁদের কল্যাণের জন্য বৈপ্লবিক। যারা ঝামেলা পাকাচ্ছে, তারা জঙ্গি। সেটা বলুন না। এত ভয় পাচ্ছেন কেন?”
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় শামা মহম্মদ লেখেন, "একজন খেলোয়াড় হিসেবে অত্যন্ত মোটা রোহিত শর্মা। ওনার উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন, তাঁদের সকলের মধ্যে সবথেকে বেশি ব্যক্তিত্বহীন অধিনায়ক হলেন রোহিত।"
এরপরই বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া এক সাক্ষাৎকারে জানান, "একজন দায়িত্ববান ব্যক্তির থেকে এরকম অবমাননাকর মন্তব্য আশা করা যায় না। ভারতীয় দল একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের মাঝপথে রয়েছে। এই ধরনের মন্তব্য ক্রিকেট দল ও ক্রিকেটারদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।"