হাসিনাহীন বাংলাদেশে ৭ বছর পর রাজনৈতিক কর্মসূচিতে কামব্যাক খালেদা জিয়ার
নিজস্ব প্রতিনিধি, ঢাকা – গত আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকে ধীরে ধীরে রাজনীতিতে কামব্যাক করছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। দীর্ঘ ৭ বছর পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে চলেছেন তিনি।
সূত্রের খবর, আগামী ২১ ডিসেম্বর দুপুর ২টো নাগাদ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হতে চলেছে মুক্তিযোদ্ধা সমাবেশ। এই সমাবেশের আয়োজক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। মুক্তিযোদ্ধা দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।
মুক্তিযোদ্ধা সমাবেশে উপস্থিত থাকবেন খালেদা জিয়া। প্রধান অতিথি হিসেবে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তিনি জানিয়েছেন, মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন খালেদা জিয়া ও লন্ডন থেকে ভারচুয়ালি উপস্থিত থাকবেন জিয়াপুত্র তারেক রহমান।