৫ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেফতার ২
নিজস্ব প্রতিনিধি, মালদহ - বাড়ির সামনে থেকে ছয় বছরের কন্যা শিশু অপহরণ হয়ে যাওয়ার ৫ ঘন্টার মধ্যে দুই অপহরণকারীকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও। গ্রেফতার করা হয়েছে ২ দুষ্কৃতীকে। তবে কি কারণে এই অপহরণ সে বিষয়ে এখনও জানা যায়নি। দুষ্কৃতীদের জেরা করছে পুলিশ।
সূত্রের খবর, করণদিঘী থানার টুঙ্গিদিঘী ট্রাফিকের নাকা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিশ গ্রেফতার করে শিশু সহ দুই দুষ্কৃতীকে। এরপর ৩ জন কে করণদিঘী থানায় নিয়ে যাওয়া হয়েছে। ধৃত দুই অপহরণকারীর নাম মনসুর আলম ও এজাজ আহমেদ। তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের গাঙ্গনদীয়া গ্রামে। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রামে বাড়ির সামনে থেকে আফরোজা খাতুন নামে ছয় বছরের এক কন্যা শিশুকে বাইকে করে অপহরণ করে নিয়ে যায় তারা। এরপর তদন্তে নেমে ৫ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সালালপুর গ্রামে এক ব্যবসায়ীর ছয় বছরের কন্যাকে অপহরণ করে দুষ্কৃতীরা। অপহৃতা শিশু কন্যার নাম আফরোজা খাতুন। শিশুটি স্থানীয় একটি বেসরকারি নার্সারী স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। শনিবার সকালে মেয়েটি বাড়ির সামনে পাড়ার শিশুদের সঙ্গে খেলছিল। এমন সময় হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহী ওই এলাকায় এসে মেয়েটিকে জোরপূর্বক মোটরসাইকেলে বসিয়ে দ্রুত বেগে চলে যায়। ঘটনার আকস্মিকতায় চমকে যায় সকলেই। এরপরই স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুরু করে। দৌড়ে বাইকটির পিছনে ধাওয়া করে স্থানীয় বাসিন্দা। তবে শেষ রক্ষা হয়নি। অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশি তৎপরতায় গ্রেফতার ওই দুই দুষ্কৃতী।