News details

image

Rabi Mondal / 29 November, 2024

সিবিআই মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ


নিজস্ব প্রতিনিধি, কলকাতা - অবশেষে জেল মুক্তি হল কুন্তলের। ইডির পর সিবিআই মামলাতেও জামিন পেলেন তিনি। শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন মিলল কুন্তলের।

 শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত সিনহা ও উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন নিয়োগ দুর্নীতির অন্যতম মাথা কুন্তল ঘোষ। জামিন পেলেও পাসপোর্ট জমা রাখতে হবে কুন্তলকে। অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না তিনি। সেইসঙ্গে তদন্ত প্রভাবিত করার চেষ্টা করার প্রমাণ পেলে  জামিন খারিজ হয়ে যাবে কুন্তলের। তবে কুন্তলের রাজনৈতিক পদ নিয়ে কোনও নির্দেশ দেয়নি শীর্ষ আদালত।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২১ জানুয়ারি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর ২টি ফ্ল্যাটে দিনভর তল্লাশির পর গ্রেফতার হয়েছিল কুন্তল। তাঁর ফ্ল্যাট থেকে দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার করেছিল ইডি। অপরদিকে নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল তদন্তকারীদের কাছে  দাবি করেছিলেন, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে তিন কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছেন কুন্তল। এর পর নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় কুন্তলকে গ্রেফতার করে সিবিআই।তারপর থেকে গত ২৩ মাস ধরে জেলবন্দি ছিলেন তিনি। এরপর  গত ২০ নভেম্বর কুন্তল ঘোষকে ইডির মামলায় জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করল সিবিআই মামলায়।