মহাশিবরাত্রিতে শেষ শাহি স্নান, উপচে পড়া ভিড় প্রয়াগরাজে, বাড়তি নজরদারি যোগীর
নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ – মহাশিবরাত্রিতে ৫০ দিনের কুম্ভমেলার সমাপ্তি। শেষ শাহি স্নানে উপচে পড়া ভিড় প্রয়াগরাজে। পদপিষ্টের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন উত্তরপ্রদেশ প্রশাসনের। গোটা পরিস্থিতির ওপর নিজের অফিস থেকে নজরদারি চালাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সূত্রের খবর, গোরক্ষনাথ মন্দিরে একটি কন্ট্রোল রুম খুলেছেন যোগী। সেখান থেকে নজরদারি চালাচ্ছেন তিনি। শেষ শাহি স্নান উপলক্ষ্যে মেলা চত্বরে গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়নি। পূণ্যার্থীদের উদ্দেশ্যে একাধিক নির্দেশিকা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। নিকটবর্তী ঘাটেই স্নান করতে বলা হয়েছে পূণ্যার্থীদের।
উত্তরপ্রদেশ পুলিশে ডিআইজি (কুম্ভ) বৈভব কৃষ্ণ জানিয়েছেন, শিবরাত্রিরের পরিস্থিতি সামাল দেওয়ার মতো প্রস্তুত পুলিশ বাহিনী। মোতায়েন করা হয়েছে ৩৭ হাজার পুলিশকর্মী, ১৪ হাজার হোমগার্ড। বসানো হয়েছে এআই ভিত্তিক ২৭৫০ টি সিসিটিভি ক্যামেরা। এছাড়া নতুন করে ৩ টি জল পুলিশ স্টেশন, ১৮ টি জল কন্ট্রোল রুম, ৫০ টি ওয়াচটাওয়ার বসানো হয়েছে।
উল্লেখ্য, মহাকুম্ভে সঙ্গমে ডুব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ধনকুবের আম্বানি, সন্ন্যাসী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব, বিবেক ওবেরয়, ভিকি কৌশল, বিখ্যাত ড্রামার শিবমণি, মনোবিদ সুহানি শাহ, পঙ্কজ ত্রিপাঠী, সুনীল শেঠি, অনুপম খের, কোরিওগ্রাফার রেমো ডি’সুজা, আদা শর্মা, গুরু রনধাওয়া, সস্ত্রীক মিলিন্দ সোমান, পুনম পাণ্ডে, কমেডিয়ান সুনীল গ্রোভার সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী।