News details

image

Rabi Mondal / 23 December, 2024

ফের চলচ্চিত্র জগতে ইন্দ্রপতন, প্রয়াত পরিচালক শ্যাম বেনেগল

নিজস্ব প্রতিনিধি, মুম্বই - বড়দিনের আগেই শোকের ছায়া ভারতীয় চলচ্চিত্র জগতে। সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্র জগত।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ভারতের বর্ষীয়ান চিত্র পরিচালক। অবশেষে সব যুদ্ধ থেমে গেল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায়। না ফেরার দেশে পাড়ি দিলেন শ্যাম বেনেগল। গত ১৪ ডিসেম্বর ছিল তাঁর ৯০তম জন্মদিন। সেদিন তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করেছিলেন পরিচালক।

অঙ্কুর, মান্ডি, নেতাজি সুভাষ চন্দ্র বোস: দ্য ফরগটন হিরো-র মতো ছবি তৈরি করেছেন শ্যাম বেনেগল। ২০২৩ সালে তৈরি করেছিলেন শেখ মুজিবর রহমানের বায়োপিক, মুজিব: দ্য মেকিং অফ আ নেশন। ১৯৭৬ সালে পদ্মশ্রী সম্মান পান তিনি। পরে পদ্মভূষণও পেয়েছিলেন ভারতের বর্ষীয়ান চিত্র পরিচালক।