'মিথ্যা দিয়ে কাজ হবে না', বাংলা দখলের ডাক শুভেন্দু
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - মিথ্যা দিয়ে আর কোনও কাজ হবে না। এবার গদিচ্যূত হবে তৃণমূল। এমনটাই জানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।এদিন ফের হিন্দুদের একজোট হওয়ার ডাক দেন তিনি।
শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বিজেপির দলীয় সভা থেকে শুভেন্দু বলেন, "দিল্লি কা জিত হামারি হ্যায়, ছাব্বিশমে বাঙ্গাল কি বারি হ্যায়। মাঝখানে বিহার আছে হয়ে যাবে। শুধু মোদী আর মোদী। হিন্দু ঐক্য। বাঁটেগা তো কাটেগা। এক রহেগা তো সেফ রহেগা। সব হিন্দু তাকত দেখাচ্ছে। হিন্দু শক্তি দেখাচ্ছে। ভাতা - মাতা, ধমক - চমক, মিথ্যা মামলা, চোখ দেখানো চলবে না। হিন্দু জানে, মোদীজি আছে তাই আমরা বেঁচে আছি, সুস্থ আছি। আমরা বাংলাদেশ হতে দেব না। হরিয়ানা বলেছে, মহারাষ্ট্র বলেছে, দিল্লি বলেছে, নভেম্বরে বিহার বলবে, আর আগামী বছর বাংলাও একই কথা বলবে।"
পাশাপাশি বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কী কী পদক্ষেপ নেওয়া হবে, সেকথাও জানান শুভেন্দু। তিনি বলেন, "বিধবা ও বার্ধক্য ভাতা ৩ হাজার টাকা করে দেওয়া হবে। এখন তৃণমূল সরকার ১ হাজার টাকা করে দেয়। আবাস যোজনায় এখন ১ লক্ষ ২০ হাজার টাকা দেয় তৃণমূল সরকার। কিন্তু, ওই টাকায় কী হয়? আমরা ক্ষমতায় এলে ৩ লক্ষ টাকা করে দেব।"