মাহিরা শর্মার ছবিতে লাইক, নায়িকার প্রেমে পড়লেন সিরাজ?
নিজস্ব প্রতিনিধি, মুম্বই – ক্রিকেট ও বিনোদন জগতের প্রেম নতুন নয়। কান পাতলেই বলি পাড়ায় শোনা যাচ্ছে বিগবস খ্যাত মাহিরা শর্মার প্রেমে পড়েছেন ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজ। মাহিরা শর্মার ছবিতে সিরাজের লাইক দেওয়া নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কালো পিঠখোলা লেহেঙ্গা চোলিতে বেশ কিছু ছবি পোস্ট করেছেন মাহিরা শর্মা। সেই ছবিতে লাইক করেছেন সিরাজ। তা থেকেই শোনা যাচ্ছে, মাহিরা শর্মার কি প্রেমে পড়লেন সিরাজ? এখনও পর্যন্ত তাঁদের একসঙ্গে দেখা যায়নি। যদিও প্রথম থেকেই মাহিরাকে ইনস্টাগ্রামে ফলো করেন সিরাজ।
উল্লেখ্য, বিগবস ১৩-তে পরশ ছাবড়ার সঙ্গে পরিচয় হয় মাহিরা শর্মার। তারপর তাঁর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যদিও কিছুদিনের মধ্যেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। বেশ আঘাত পেয়েছিলেন অভিনেত্রী।