'ওয়াকফ প্রতিবাদের নামে চলছে লুটপাট, ভাংচুর', বিস্ফোরক দাবি স্থানীয়দের
নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত মুর্শিদাবাদ। মোতায়েন করা হয়েছে বিএসএফ। গত দুদিনে গুলিবিদ্ধ হয়েছে ৫ জন। হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১১৮ জনকে। এই আবহে স্থানীয়দের অনেকে জানান প্রতিবাদের নামে লুটপাট চালাচ্ছে বিক্ষোভকারীরা। ইচ্ছাকৃতভাবে নষ্ট করছে জিনিসপত্র।
বিক্ষোভ প্রসঙ্গে স্থানীয় এক দোকানদার বলেন, "বিক্ষোভ যারা করছে তারা বাইক সহ অনেক কিছু ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দিয়েছে। আমার মামার দোকান ভাঙচুর করা হয়েছিল, এবং তারা দোকানের জিনিসপত্রও নিয়ে গিয়েছিল। ভয়ে আমরা সারা রাত ঘুমাতে পারিনি। যখন এই সবকিছু ঘটছিল, তখন পুলিশ এখানে ছিল না। পুলিশ স্টেশনে আক্রমণ করা হয়েছিল। সেই সময় পুলিশ কর্মীরা নিজেরাই পালিয়ে যান।"
হিংসা প্রসঙ্গে ধুলিয়ান গঙ্গা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত একজন গার্ড বলেন, "শুক্রবার দুপুর ১টার পর থেকে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভিড় জড়ো হতে শুরু করে। উত্তেজিত জনতা পাথর ছুড়তে শুরু করে। ভাঙচুরের কারণে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যায়, এবং সিগন্যাল পাস করা সম্ভব হয় না। গভীর রাতে, আরপিএফ এবং বিএসএফ কর্মীরা আসেন, এবং তারপরে ট্রেন চলাচল পুনররায় চালু করা হয়। এর মাঝে অনেক ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে, এবং অনেকগুলি দেরিতে চলছে।"
প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে ফের বিক্ষোভ বাংলায়। এই নিয়ে শুক্রবার থেকে একেবারে রণক্ষেত্রের আকার নিল মুর্শিদাবাদ, আমতলা সহ রাজ্যের একাধিক এলাকা। এমনকী আক্রান্ত হতে হল পুলিশকেও। শুধু তাই নয়, অগ্নিগর্ভ হয়ে ওঠে জঙ্গিপুর মহকুমার সুতি ও সামশেরগঞ্জ ব্লক। এর জেরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনীকে।