News details

image

Rabi Mondal / 24 November, 2024

প্রেমিকাকে খুন করে মাটিতে পুঁতে দিল প্রেমিক!

নিজস্ব প্রতিনিধি, নদিয়া – গত চারদিন ধরে নিখোঁজ নাবালিকা। খোঁজ করতে সামনে এল নৃশংস হত্যাকাণ্ড। ওই নাবালিকাকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছে নাবালিকার প্রেমিক। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার আদাপোতা গ্রামে। ইতিমধেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

সুত্রের খবর, গত চার দিন ধরে নিখোঁজ ওই মৃত নাবালিকা। আত্মীয়, বন্ধুবান্ধবের বাড়িতে খোঁজাখুঁজি করলেও কোথাও খোঁজ মেলেনি তার। অবশেষে পুলিশের দ্বারস্ত হয়েছিল পরিবার। পরে পুলিশি তদন্তের মাধ্যমে উঠে আসে নাবালিকার প্রেমিক ফারুক মণ্ডলের নাম। তারপরেই ফারুককে আটক করে জেরা করে পুলিশ। তখনই জানা যায় ওই নাবালিকাকে খুন করেছে সে। এছাড়াও, ধৃত ফারুক মণ্ডল জানায় যে, নাবালিকার মৃতদেহ নারায়ণপুরে ফাঁকা মাঠে পোঁতা আছে। সেই অনুযায়ী সেখানে পৌঁছয় পুলিশ। উদ্ধার হয় দেহ। বর্তমানে জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ। আদালতের অনুমতি নিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তোলা হবে দেহটি।

 

পুলিশ সুত্রে খবর ফারুকের সঙ্গে নাবালিকার প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি পরিবার। অন্যত্র বিয়ে ঠিক করা হয় তার। পরিবারের দাবি, সেই রাগেই তাদের মেয়েকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফারুক। এই বিষয়ে নাবালিকার মামা বলেন, “ওই ছেলের সঙ্গে আমার ভাগ্নির কয়েক মাসের সম্পর্ক ছিল। আমরা তা মানিনি। বৃহস্পতিবার রাতে মেয়েকে বাড়ি থেকে নিয়ে গিয়ে খুন করেছে। আমি ওর ফাঁসি চাই।”