লখনউ-মুম্বই দৌরাত্ম্য, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, লখনউ - শুক্রবার ১৮তম আইপিএলে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে এখনও পর্যন্ত দুই দলই ৩ টি করে ম্যাচ খেলেছে। ১ টি করে ম্যাচে জয় ও ২ টি ম্যাচে হারের মুখ দেখেছে লখনউ ও মুম্বই।
চোটের জন্য একাধিক পেসার ছিটকে গিয়েছেন লখনউ শিবির থেকে। এর জেরে বেশ অস্বস্তিতে লখনউ। চোটের জন্য ছিটকে গিয়েছেন বাঁ হাতি পেসার মহসিন। তাঁর পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে শার্দূল ঠাকুরকে। চোট রয়েছে আবেশ খান এবং পেসার মায়াঙ্ক যাদবের। শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ। স্লগ ওভারে দুর্দান্ত বোলিং করেছে লখনউ।
গত মরসুমে স্লো ওভার রেটের জন্য এক ম্যাচের নির্বাসন দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। সেই জন্য প্রথম ম্যাচে ছিলেন না তিনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কামব্যাক করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক। চোটের জন্য মুম্বই শিবিরে নেই জাসপ্রীত বুমরা। তবে স্বস্তির খবর ট্রেন্ট বোল্ট রয়েছেন মুম্বইয়ে। নজর থাকবে অভিজ্ঞ রোহিত শর্মার দিকে। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ –
যুবরাজ চৌধুরি, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক), নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, রাজবর্ধন হাঙ্গারকেকর, রবি বিষ্ণোই, শেমার জোসেফ
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ –
রোহিত শর্মা, রায়ান রিকলটন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্য়ান্টনার, করবিন বশ, দীপক চাহার, সত্যনারায়ণ রাজু, ট্রেন্ট বোল্ট