লখনউ-পাঞ্জাব দৌরাত্ম্য, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, উত্তরপ্রদেশ - মঙ্গলবার ১৮তম আইপিএলে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস। এখনও পর্যন্ত চলতি আইপিএলে দু দলই ১ টি করে ম্যাচ জিতেছে ও ১ টি করে ম্যাচে হারের মুখ দেখেছে।
চোটের জন্য একাধিক পেসার ছিটকে গিয়েছেন লখনউ শিবির থেকে। এর জেরে বেশ অস্বস্তিতে লখনউ। চোটের জন্য ছিটকে গিয়েছেন বাঁ হাতি পেসার মহসিন। তাঁর পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে শার্দূল ঠাকুরকে। চোট রয়েছে আবেশ খান এবং পেসার মায়াঙ্ক যাদবের। শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ। স্লগ ওভারে দুর্দান্ত বোলিং করেছে লখনউ।
পাঞ্জাবের টিমকে বলাই চলে ‘মিনি অস্ট্রেলিয়া’। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, জাভিয়ের বার্লেট, অ্যারন হার্ডি, জশ ইংলিশ মতো তাবড় তাবড় অস্ট্রেলিয়ানরা রয়েছে পাঞ্জাবে। আবার আফগান অলরাউন্ডার আজমতুল্লা ওমরজাই, কিউই পেসার লকি ফার্গুসন, প্রোটিয়া বাঁ হাতি পেসার মার্কো জানসেনের মতো তারকারাও রয়েছে পাঞ্জাব কিংসে। গত মরশুমে কেকেআরকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়াস আইয়ারের কাঁধে রয়েছে পাঞ্জাবের দায়িত্ব। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ –
যুবরাজ চৌধুরি, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক), নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, রাজবর্ধন হাঙ্গারকেকর, রবি বিষ্ণোই, শেমার জোসেফ
পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ –
প্রভসিমরন সিং, জশ ইংলিশ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, নেহাল ওয়াদেরা, মার্কাস স্টইনিস, শশাঙ্ক সিং, মার্কো জানসেন, হরব্রীত বার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল