image

ঘরের মাঠে ফাস্ট বয় গুজরাতের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় লখনউয়ের

নিজস্ব প্রতিনিধি, লখনউ - ঘরের মাঠে রুদ্ধশ্বাস জয় লখনউ সুপার জায়ান্টস। এই নিয়ে টানা ২ ম্যাচের জয়ের মুখ দেখল সঞ্জীব গোয়েঙ্কার দল। শীর্ষ স্থানে থাকা গুজরাত টাইটান্সের বিরূদ্ধে সহজ জয়। অবশেষে লখনউয়ের কাছে নতজানু গুজরাত। ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় পেল লখনউ।

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে গুজরাত। দুই ওপেনার সাই সুদর্শন ৩৭ বলে ৫৬ রান ও শুভমন গিল ৩৮ বলে ৬০ রান স্কোরবোর্ডে যোগ করেন। এছাড়া জস বাটলার ১৬(১৪) রান, শেরফেন রাদারফোর্ড ২২(১৯) রান তোলেন। লখনউয়ের হয়ে শার্দূল ঠাকুর ২ টি, দিগ্বেশ সিং ১ টি, আবেশ খান ১ টি ও রবি বিষ্ণোই ২ টি করে উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে গুজরাত টাইটান্স। 

জবাবে ব্যাট করতে নেমে লখনউয়ের দুই ওপেনার এইডেন মার্কব়্যাম ৫৮(৩১) রান ও ঋষভ পন্থ ১৮(২১) রান তুলে সাজঘরে ফেরেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে নিকোলাস পুরান ছোটো ঝোড়ো ইনিংস উপহার দিলেন। ৩৪ বলে ৬১ রান তোলেন তিনি। আয়ুষ বাদোনি ২৮(২০) রান ও আব্দুল সামাদ ২(৩) রান তুলে অপরাজিত ছিলেন। গুজরাতের হয়ে রশিদ খান ২ টি, ওয়াশিংটন সুন্দর ১ টি, প্রসিধ কৃষ্ণা ১ টি করে উইকেট শিকার করেন। নির্ধারিত ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলে জয়ের হাসি হাসল লখনউ।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics