সাংসদদের প্রীতি ম্যাচ, লোকসভার কাছে হার রাজ্যসভার
নিজস্ব প্রতিনিধি, দিল্লি – রোজকার একে অপরকে আক্রমণ, কাদা ছোড়াছুড়ি করেই থাকেন সাংসদরা। তবে রবিবার অন্য রূপে দেখা গেল তাঁদের। টিবি সচেতনতার প্রচারে দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে ব্যাট-বল হাতে খোশমেজাজে দেখা গেল শাসক বিরোধী নির্বিশেষে সাংসদদের। লোকসভার সাংসদদের কাছে হেরে গেলেন রাজ্যসভার সাংসদরা।
লোকসভার সাংসদদের দলের নাম লোকসভা স্পিকার একাদশ। এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন প্রাক্তন ক্রীড়া, যুব বিষয়ক মন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। রাজ্যসভার সাংসদদের দল হল রাজ্যসভা চেয়ারম্যান একাদশ। এই দলের অধিনায়ক কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু।
এদিন সাংসদদের প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, মনোজ তিওয়ারি, কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুডা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মনসুখ মাণ্ডব্য, চিরাগ পাসওয়ান, জয়ন্ত চৌধুরী, গৌরব গগৈ, ইমরান প্রতাপগ্রাহী, রাঘব চাড্ডা, হরভজন সিংরা।
রাজ্যসভার বিরুদ্ধে ৭৩ রানের ব্যবধানে জয় পায় লোকসভা। লোকসভার হয়ে অনুরাগ ঠাকুর একাই ১১১ রান তোলেন। সেরা ফিল্ডারের তকমা পান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সেরা বোলার হয়েছেন কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুডা। সেরা ক্যাচ নিয়েছেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি।