১২ বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা, হাজার হাজার পুণ্যার্থীর সমাগম
নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ - ১২ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হচ্ছে মহাকুম্ভ মেলা। হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়েছে। দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দেওয়ার জন্য রয়েছে ৫২৫০ শিল্পীর পারফরম্যান্স। এবারের মহাকুম্ভের প্রধান আকর্ষণ কপ্টারে জয়রাইড। এর খরচ ৩ হাজার টাকা থেকে কমিয়ে করা হয়েছে মাত্র ১২৯৬ টাকা।
পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং জানান, ১৩ জানুয়ারি থেকে ডিজিটাল লঞ্চের মাধ্যমে শুরু হচ্ছে ৭-৮ মিনিটের হেলিকপ্টারে জয়রাইড। এর জন্য www.upstdc.co.in এই ওয়েবসাইডের মাধ্যমে অনলাইনে বুকিং করা যাবে।
মহাকুম্ভে আসছেন অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী পাওয়েল জোবস। তপস্যা, সাধনা, ধ্যান ও অন্যান্য আধ্যাত্মিক ক্রিয়াকলাপও করবেন তিনি। সূত্রের খবর, নিরাঞ্জনি আখড়াতে থাকবেন পাওয়েল জোবস। মহন্ত কৈলাসা নন্দগিরি মহারাজের শিষ্যা তিনি। পাওয়েল জোবসকে নিজের মেয়ে বলে উল্লেখ করেন নন্দগিরি মহারাজ।
মহাকুম্ভ মেলায় বসানো হয়েছে ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম’। জোর দেওয়া হয়েছে সাইবার নিরাপত্তার উপরে। এমনকি সাইবার নিরাপত্তার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে ৪০ কোটি পুণ্যার্থীর জন্য ১৫ বর্গমাইল এলাকায় গড়ে তোলা হয়েছে এক অস্থায়ী নগরী। যার আয়তন নিউইয়র্ক নগরের ম্যানহাটান বরো এলাকার দুই–তৃতীয়াংশ।
মেলা সংলগ্ন রাস্তার বিভিন্ন বিক্রেতা, রিকশা চালকদের পুলিশ ভেরিফিকেশন করা হয়েছে। আখড়া, মহামন্ডলেশ্বর, খালসা, ডান্ডিবারা, খাকচৌক ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য জমি বরাদ্দ করা হয়েছে। এবার কুম্ভমেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। সাধুদের আখড়া, সরকারি ও বেসরকারি পরিষেবা সংস্থাকে ১০ হাজার স্থান দেওয়া হবে। ২০১৯ সালে দেওয়া হয়েছিল ৫৫০০ টি স্থান।