লিবিয়ায় আশ্রয় মহারাষ্ট্রের ISIS জঙ্গির! গ্রেফতারি পরোয়ানা জারি ইন্টারপোলের
নিজস্ব প্রতিনিধি, লিবিয়া - ইসলামিক স্টেটের জঙ্গি আশ্রয় নিয়েছে লিবিয়ায়। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বা রেড নোটিশ জারি করল ইন্টারপোল।
সূত্রের খবর, ISIS জঙ্গির নাম মহম্মদ শোয়েব খান। বাড়ি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে। বয়স ৫০। এনআইএ-র অভিযোগ, শোয়েব খান মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগর থেকে আইএস-এর জন্য তরুণদের ভর্তি করার চেষ্টা করত। শোয়েবের সঙ্গী ছিল মহম্মদ জোহেব খান নামের আরও এক জঙ্গি।
এনআইএ-র তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "শোয়েব এবং জোহেব ভারত জুড়ে গুরুত্বপূর্ণ স্থানে সন্ত্রাসী হামলা চালানোর জন্য তরুণদের ISIS সংগঠনে ভর্তি করার ষড়যন্ত্র করেছিল। এই মামলার তদন্তে আন্তর্জাতিক যোগাযোগ উন্মোচিত হয়েছে। তদন্ত চলাকালীন ISIS-এর কিছু বিদেশি হ্যান্ডেল চিহ্নিত করা গিয়েছে।"
ইন্টারপোলের নোটিশে বলা হয়েছে, "শোয়েব খানের বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্র, সন্ত্রাসী কার্জকলাপ, সন্ত্রাসী কাজ করার চেষ্টা বা প্রচার, সন্ত্রাসী কাজের জন্য লোক ভর্তি করা, সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়া এবং সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করার অভিযোগ রয়েছে।"
নোটিশে আরও বলা হয়েছে, "ভারতে একাধিক সন্ত্রাসী হামলা চালানোর পর আফগানিস্তান বা তুরস্কে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল শোয়েব খান ও মহম্মদ জোহেব খান। তারা ISIS-এর চরমপন্থী ও সহিংস আদর্শ প্রচারের জন্য একটি ওয়েবসাইট তৈরিতে সক্রিয়ভাবে জড়িত ছিল। ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বজুড়ে তরুণদের ISIS-এর দলে আকর্ষণ করার পরিকল্পনা করেছিল অভিযুক্তরা।"