News details

image

Rabi Mondal / 16 December, 2024

রেসকোর্সে বিজয় দিবস অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়, "জয় বাংলা" ধ্বনি মুখ্যমন্ত্রীর মুখে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রেসকোর্সে ভারতীয় সেনার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে সম্মান জানিয়ে জয় বাংলা’ স্লোগান তোলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহসিকতাকেও শ্রদ্ধা জানান তিনি।

 বাংলাদেশে অশান্তির আবহে সোমবার প্রথমবারের জন্যে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দেশের সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "মুক্তিযুদ্ধে ভারত ও বাংলার ভূমিকা কখনই ভুলতে পারি না। যাঁরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, তাঁদের কখনই ভুলতে পারব না। আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। যখন আমি ক্লাস টু-থ্রিতে পড়ি, তখন তিনি মারা যান। কিন্তু প্রতিদিন তিনি আমায় বলতেন, কীভাবে ১৯৬৫-তে ইন্দো-চিন যুদ্ধে আমাদের সেনারা কাজ করেছিলেন। তাঁদের আত্মত্যাগের কথা। একইভাবে শুনতাম ১৯৭১ র পাকিস্তানের সঙ্গে যুদ্ধের কথা। বাংলাদেশের স্বাধীনতার কথা। যদিও বর্তমান পরিস্থিতি কী আমি জানি না। এই বিষয়ে কিছু বলাটা আমার পক্ষে ঠিক হবে না। বিষয়টা ভারত সরকার ও ভারতীয় সেনার হাতে।"

 মুখ্যমন্ত্রী বলেন, "ভারতীয় সেনা নিয়ে আমরা সবসময় গর্ব অনুভব করি। তাঁরা সবসময়ই সাহসিকতা সঙ্গে কাজ করে। শারীরিক শক্তি ও মানসিক শক্তি দিয়েও কাজ করে। ১৯৬৫ সাল, ভারত-পাকিস্তান যুদ্ধ, আমাদের সেনার কীভাবে আত্মত্যাগ করেছিলেন সব শুনেছি। একইভাবে ১৯৭১ সাল, বাংলাদেশকে স্বাধীন করতে আবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ। আমার মনে আছে, নেহেরুজী প্রধানমন্ত্রী ছিলেন। লতাজিকে বলেছিলেন, আপনা একটা গান গান। যে গানে আমরা আমাদের সেনাদের শহিদদের শ্রদ্ধাঞ্জলি দিতে পারি। লতাজির সেই বিখ্যাত, সবাই জানে। তিনি আর নেই। কিন্তু গানটি জীবন্ত থেকে গিয়েছে।"