News details

image

Rabi Mondal / 29 November, 2024

মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর ধান কেনার কারচুপি নিয়ে বৈঠক নবান্নে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রাজ্যে চালু কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা পান কৃষকরা। তাছাড়া কৃষকদের সাহায্য করার জন্য সরকারিভাবে প্রত্যেক বছরই ধান কেনা হয়। তারপরেও ধান কেনা নিয়ে জারি দালালদের কালোবাজারি। সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তারপরেই এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক মুখ্য সচিব মনোজ পন্থ।

 

শুক্রবার দুপুর ১.৩০ টা নাগাদ ধান কেনা নিয়ে নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ভার্চুয়ালই উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত জেলার জেলাশাসক, খাদ্য দফতর ও জেলাস্তরের সমস্ত আধিকারিকরা। ধান কেনা নিয়ে যাতে কোনরকম দুর্নীতি না হয় সেই বিষয়েই হয় বৈঠক। মুখ্যসচিবের পক্ষ থেকে ডাক দেওয়া এই বৈঠকে ধান কেনায় কেন দালাল চক্র সক্রিয়? কোন জেলার ঠিক কী অবস্থা সেই সব নিয়ে আলোচনা হয় বৈঠকে।

 

প্রসঙ্গত, ধান কেনার কারচুপি নিয়ে বিধানসভায় অভিযোগ তোলেন মুর্শিদাবাদের বিধায়ক বায়রণ বিশ্বাস। এরপরেই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "সরকারি ধান বিক্রি করার ক্ষেত্রে কারচুপির ঘটনায় যদি কোনও বিডিওর বিরুদ্ধেও অভিযোগ ওঠে, তাহলে তাঁদের বিরুদ্ধেও যেন তদন্ত করা হয়। প্রশাসনিক কর্তা বলে কাউকে যেন আড়াল করা না হয়। নিজেদের এলাকায় খোঁজ নিয়ে দেখুন এমন ঘটনা ঘটছে কি না! ঘটলে অবিলম্বে বন্ধ করুন। সরকারকে রিপোর্ট করুন। এটা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।"