পানীয় জল নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর, ৫০ লক্ষ মানুষ পানীয় জল পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ মমতার
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় ৫০ লক্ষ মানুষ। একথা জানিয়ে রেল কর্তৃপক্ষকে দুষলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ডিভিসির ওপরেও সুর চরান তিনি। সোমবার এই নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "ভোটের প্রচারে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কথা বলে, অথচ কেন্দ্রের বিভিন্ন দফতরের জন্য রাজ্যের প্রায় ৫০ লক্ষ মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। এরমধ্যে রেলওয়ের জন্য ১ লক্ষ ৩৪ হাজার পরিবার জল পাচ্ছে না। এনএইচ এর জন্য ১ লক্ষ ১৮ হাজার পরিবার জল পাচ্ছে না। ইমিডিয়েট কো-অপারেশন করতে হবে, না হলে যা ব্যবস্থা নেওয়ার নিতে হবে।" এভাবে একে একে কেন্দ্রের বিভিন্ন দফতরের জন্য কোথায় কত মানুষ সরকারের ঘরে ঘরে জল পরিষেবা থেকে বঞ্চিত, তার তালিকাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
শুধু রেল নয় ডিভিসির ওপরেও চরাও হন তৃণমূলনেত্রী। এদিন তিনি বলেন,"ডিভিসি শুধু বন্যার জল ছাড়তে জানে, খাবার জল দেয় না। ওদের জন্য প্রায় ৪ লক্ষ পরিবার পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ১৮ হাজার জায়গায় জল অপচয় হচ্ছে। আর এই নিয়ে কেন্দ্রের অসহযোগিতায় ২ লক্ষ বেশি মানুষ বাংলার জল পাচ্ছে না।"
এদিন পানীয় জলের অপচয় নিয়েও সরব হন মমতা। তিনি বলেন, "পানীয় জল চাষের কাজে ব্যবহার হচ্ছে। এই নিয়ে ৪৮৪ টি অভিযোগ জমা পড়েছে। সবচেয়ে বেশি জলের অপচয় পূর্ব বর্ধমান ও নদিয়ায়। আর জলের পাইপ জন্য রাস্তা বেআইনি ভাবে কাটা যাবে না। এই নিয়ে কোন অভিযোগ এলে তাঁর বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ।"