News details

image

Rabi Mondal / 15 November, 2024

উত্তরবঙ্গ সফর শেষে ফেরার পথে ট্যাব দুর্নীতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - ট্যাব দুর্নীতি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি নিয়ে ভিনরাজ্যের দিকে প্রশ্ন তুললেন তিনি। শুক্রবার বেলায় উত্তরবঙ্গ সফর শেষ করে ফিরছিলেন মুখ্যমন্ত্রী। টাকা যারা পায়নি তাদের টাকা দেবে রাজ্য বলে বাগডোগরা বিমানবন্দর থেকে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার দার্জিলিং থেকে ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। পড়ুয়াদের ট্যাবের টাকা উধাও হওয়া নিয়ে নিয়ে তিনি বলেন, "ট্যাব নিয়ে সিট গঠন করা হয়েছে। এটা প্রশাসনের কাজ, প্রশাসন করুক। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। মহারাষ্ট্র, রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করা হয়েছে। আমরাই একমাত্র এই গ্রুপের ছজনকে ধরতে পেরেছি। আমাদের প্রশাসন যথেষ্ট স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। ৬ জনকে গ্রেপ্তার করেছি। বাকি যা করার ওরা করবে।যারা ট্যাবের টাকা পায়নি, তাদের ট্যাবের টাকা দিয়ে দেওয়া হবে। "

তবে শুধু ট্যাব দুর্নীতি নিয়ে নয় উত্তরবঙ্গ সফর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন," আমার পাহাড় সফর ভালো হয়েছে। ৪টি স্কিল ট্রেনিং সেন্টার করা নিয়ে কথা হয়েছে। এর ফলে প্রচুর ছেলেমেয়ে ট্রেনিং পেয়ে কাজ হবে"। সেইসঙ্গে তিনি বলেন " আজ গুরু পূর্ণিমা। আমার গুরু হল মা মাটি মানুষ।  আজ বীরসা মুন্ডারও জন্মদিবস। বীরসা মুন্ডা দিবস পালন করছি।"