News details

image

Rabi Mondal / 04 December, 2024

মমতাকে আয়রন লেডি সম্বোধন শত্রুঘ্নর, বাংলার জয়গান অভিনেতার মুখে 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বুধবার ৩০তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিংহা। মুখ্যমন্ত্রীকে ‘আয়রন লেডি’ বলে সম্বোধন করলেন তিনি। তাঁর মুখে বাংলার জয়গান। 

অনুষ্ঠানে শত্রুঘ্ন বলেন, “নমস্কার ৷ আমি পাটনার লোক। বাংলায় বলার চেষ্টা করছি ৷ আমার ভুল হলে ক্ষমা করবেন ৷ বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই আমি ৷ তিনি নারীশক্তির উপমা ৷ আয়রন লেডি মমতা বন্দ্যোপাধ্যায়। আমার প্রিয় দ্য লেডি সাবিত্রীজি ও মাধবী মুখোপাধ্যায়কে কুর্নিশ জানাই ৷ ছোটবেলা থেকে তাঁদের সিনেমা দেখে বড় হয়েছি ৷” 

অভিনেতা আরও বলেন, “আমি বাংলা ভাষা শিখেছি। বাংলা ছবিতে কাজ করেছি। এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছু হতে পারে না। বাংলা ভাষা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা, আমাদের সবার ভাষা, কত সুন্দর ভাষা। বাংলা ভাষা বিশেষ স্বীকৃতি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়।“

মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে শত্রুঘ্ন সিংহা জানান, “যখন বাংলার সামাজিক ও সাংস্কৃতির কথা বলতে গেলে দুটো কথা বলতেই হবে। বাঙালির উৎসব দুর্গাপুজো আজ বিশ্বের উৎসবে পরিণত হয়েছে। ইউনাইটেড নেশনের কাছ থেকে বাংলার দুর্গাপুজো হেরিটেজ তকমা পেয়েছে। এটা মুখ্যমন্ত্রীর মমতা দিদির প্রচেষ্টা ও লড়াইয়ের জন্য হয়েছে।“