'মমতা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছেন', রামনবমীতে অভিযোগ শুভেন্দুর
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে শিলান্যাস হল রাম মন্দিরের। রবিবার এই অনুষ্ঠান থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, দিল্লি দখল করেছে বিজেপি, পশ্চিমবঙ্গও দখল করবে তারা। পাশাপাশি এদিন রামনবমীতে উত্তেজনা ছড়ানোর জন্য পুলিশ ও মুখ্যমন্ত্রীকে দায়ী করেন তিনি।
রবিবার সোনাচূড়া থেকে শুভেন্দু বলেন, "আমাদের জাতিভিত্তিক জনগণনা হবে কেন? আপনি অন্যদের জাতিভিত্তিক জনগণনা করেন না কেন? ওদের মধ্যেও তো শিয়া - সুন্নি আছে। বলেন কেন হিন্দিভাষী বাঙালি? ওদের মধ্যেও তো উর্দুতে বলে, বাংলায় বলে। বলেন না তো, উর্দুভাষী মুসলিম? ২১টা রাজ্যে বিজেপি আছে। দিল্লি পেয়েছে, এখানেও নেব।"
বিজেপি নেতা আরও বলেন, "এবছর রামনবমী নিয়ে উন্মাদনা চরমে। রাম মন্দির নির্মাণ হয়ে গিয়েছে, মহাকুম্ভও শেষ হয়েছে। যোগীজির বাঁটনা মত স্লোগান চলছে। বাংলায় তুষ্টিকরণের নামে সরস্বতী পুজো থেকে শুরু করে যে ভাবে রামভক্তদের ওপর আক্রমণ করা হচ্ছে এর বিরুদ্ধে হিন্দুরা শক্তিপ্রদর্শনের জন্য বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমেছে।"
পুলিশের সক্রিয়তা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "রামনবমীতে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে পুলিশ ও মমতা বন্দ্যোপাধ্যায়। যারা সত্যিকারের হিন্দু তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না। রাজ্যে বিজেপিকে ৩৯ শতাংশ ভোট দিয়েছে জনতা। এটা পুরোটাই হিন্দু ভোট। রামনবমীর মিছিল বেরোবেই। কেউ রুখতে পারবে না। আজ বাংলায় হিন্দুরা কারও কথা শুনবে না। সারাদিন মিছিল হবে। শান্তিপূর্ণভাবে হবে। এবার আর বাংলায় সনাতনীদের বিভাজন করা যাবে না।"