আম্বেদকর ইস্যুতে শাহকে তুলোধোনা মমতার
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – মঙ্গলবার সংসদে বিআর আম্বেদকরকে নিয়ে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই সংসদ চত্বরে আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ দেখান বিরোধী শিবিরের সাংসদরা। আম্বেদকর ইস্যুতে শাহকে তুলোধোনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “ওদের আসল মুখোশ খুলে গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানের গৌরবময় ৭৫ বছরকে কলঙ্কিত করেছেন ৷ গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে বাবাসাহেব আম্বেদকরের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেছেন তিনি। আসলে এই মন্তব্য বিজেপির দলিত-বিরোধী ভাবমূর্তির প্রতিফলন। লক্ষ লক্ষ মানুষ আম্বেদকরের আদর্শের দ্বারা অনুপ্রাণিত।“
তিনি আরও লেখেন, “আম্বেদকর সংবিধানের জনক। শাহের আপত্তিকর মন্তব্যটি কেবল তাঁর ওপরই নয় বরং সংবিধানের খসড়া কমিটির সকল সদস্যের উপর একটি আক্রমণের সামিল। যে দলের ভিতরে ঘৃণা, ধর্মান্ধতার চাষ তাঁদের কাছে এর থেকে বেশি আর কী আশা করা যায়? আসন কমে ২৪০ হয়েছে, তাতেই এই আচারণ ৷ শুধু কল্পনা করুন, যদি তাঁদের ৪০০ টি আসন পাওয়ার স্বপ্ন বাস্তবায়িত হত, তাহলে কীভাবে ক্ষতি করত।“
উল্লেখ্য, মঙ্গলবার সংসদে অমিত শাহ বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে। আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এত বার যদি ভগবানের নাম নিতো তাহলে সাত জন্ম স্বর্গবাস হত।“