'আমি বিশ্বাস করি এটা বিজেপি–সিপিএম করিয়েছে’, চাকরি বাতিল নিয়ে রাম-বামকে একযোগে তোপ মমতার
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ২০১৬ সালে এসএসসি’র প্যানেলে ২৬ হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিল করে দিয়েছে। এই নিয়ে রাম-বামকে এক যোগে নিশানা দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমি বিশ্বাস করি এটা বিজেপি–সিপিএম করিয়েছে"।
সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চাকরি বাতিলের নেপথ্য কারিগর বিজেপি–সিপিএম বলে তোপ দাগেন তিনি। এমনকী বাংলাকে শিক্ষায় পঙ্গু করে দিতেই এটা একটা কৌশল বলেও বলেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমরাও রেকর্ড খুঁজে বের করব, ২০১৬ তে কারা কারা মন্ত্রী ছিলেন। কোনও একটা জেলা তো আমি জানি, কীভাবে চাকরি হয়েছে। তবে আমাদের কাছে কোনও রেকর্ড নেই। কারও কাছে থাকলে দেবেন। কলকাতা হাইকোর্টে প্রথম এই ভার্ডিক্ট যিনি দিয়েছিলেন, তিনি এখন বিজেপির এমপি হয়েছেন। আমি বিশ্বাস করি এটা বিজেপি–সিপিএম করিয়েছে।ওরা এসব করে বাংলার শিক্ষার মান নামিয়ে দিতে চাইছে না তো! এভাবে কয়েকলক্ষ পরিবারকে অচল করে দিল। এই পরিবারগুলির কোনও অঘটন ঘটলে তার দায়ভার সিপিএম–বিজেপিকে নিতে হবে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা? বাংলাকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কোলাপ্স করতে চাইছে সিপিএম।"
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "সিপিএম তো চিরকুটে চাকরি দিতেন। তার তো তদন্ত হয় না। শিক্ষা ব্যবস্থাকে কোলাপ্স করিয়ে দেওয়া কি বিজেপি সরকারে টার্গেট? বাংলাকে আর কত টার্গেট করা হবে? চাকরিহারাদের পাশে মানবিকভাবে দাঁড়াতে চাই। যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের বয়সে ছাড় দেওয়া হবে, তারা আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। চাকরিহারাদের পাশে দাঁড়ানোর জন্য যদি বিজেপি আমাকে গ্রেফতারও করে তাহলেও তা স্বাগত জানাবো। ক্যাচ মি ইফ ইউ ক্যান।"
পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়ের পরই আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বিকাশবাবু কেস করেছিলেন। তাঁর জন্যই আজ এতগুলি চাকরি গেল। উনি তো বিশ্বের বৃহত্তম আইনজীবী। কেন যে এখনও নোবেল প্রাইজ পাচ্ছেন না জানি না। আমি ভাবছি, একটা রেকমেন্ডেশন করব।"
এরপর বিজেপির সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে তৃণমূল সুপ্রিম বলেন, "এতগুলি মানুষের চাকরি যাওয়ার পর বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন, অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গিয়েছে। এর জন্য আমি নাকি দায়ী! তো যখন আপনারা প্রথম কেস করলেন, তখন একবারও ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো সরকারকে ভাবতেও দিলেন না। আপনারা নিজেরা যোগ্য তো? সব সময়ে বাংলাকে কেন টার্গেট করা হবে? আমার তো এখনও এক লক্ষ পদ ফাঁকা রয়েছে। শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না। যেহেতু এটা বিচারাধীন ছিল। আগে এর উত্তর সামনে আসুক।"