News details

image

Rabi Mondal / 19 December, 2024

ঘূর্ণিঝড় চিডোর দাপটে লণ্ডভণ্ড মায়োট

নিজস্ব প্রতিনিধি, মায়োট – বছরের শেষে ঘূর্ণিঝড় চিডোর দাপটে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফ্রান্স-নিয়ন্ত্রিত দ্বীপ মায়োট। চারিদিকে শুধু মৃত্যুমিছিল। গত ৯০ বছরে এমন ঘূর্ণিঝড়ের দাপট এর আগে দেখেনি মায়োটের বাসিন্দারা। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ।

সূত্রের খবর, গত শনিবার মায়োটের বুকে ২২৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় চিডো। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গিয়েছে পুরো দ্বীপে। বন্ধ হয়ে যায় সমস্ত রকমের যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সরকারি ভবন এবং একটি হাসপাতাল। চোখের পলকে যেন সবকিছু তছনছ হয়ে গিয়েছে মায়োটে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় হাজারের বেশি। 

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন বহু। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। ওষুধ, জল, খাদ্যসামগ্রী সহ মায়োটে ত্রাণের দল পাঠিয়েছে ফরাসি সরকার। আফ্রিকা মহাদেশের মূল ভূখণ্ড ও মাদাগাস্কারের মাঝামাঝি জায়গায় অবস্থান মায়োটের। এখানে প্রায় প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ বসবাস করেন।