ফের উর্ধ্বমুখী পারদ! ডিসেম্বরের আবার বাড়বে তাপমাত্রা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ডিসেম্বরে আবার রাজ্যে বাড়বে তাপমাত্রা।আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। তবে চলতি সপ্তাহে দক্ষিণের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।
সোমবার থেকে দক্ষিণের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এই কদিন দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গেও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া দফতর। সোমবার শুষ্ক থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়াও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না। তবে মঙ্গলবার, বুধবার দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যদিও বাকি ছটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।