লোকসান পোষাতে ভারা বাড়াচ্ছে মেট্রো
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - যাত্রী সুবিধার্থে রাত সাড়ে দশটার পরও চলছে মেট্রো। কিন্তু তাতে যাত্রীর সংখ্যা খুবই কম। যার জেরে লোকসান হচ্ছে মেট্রোর। তা পোষাতে এবার শেষ মেট্রোর ভাড়া বাড়াচ্ছে কর্তৃপক্ষ।
রাত ১০টা ৪০ মিনিটে দমদম ও কবি সুভাষ থেকে ছাড়ে শেষ মেট্রো। এতোদিন এর ভাড়া ছিল বাকি মেট্রোর মতোই। কিন্তু আশানুরূপ যাত্রী হচ্ছে না। অথচ এই পরিষেবা চালাতে বিপুল খরচ হচ্ছে কর্তৃপক্ষের। যার কারণে লোকসানের মুখে পড়তে হচ্ছে। সেই ক্ষতি পূরণ করতেই এবার ১০ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হল। অর্থাৎ দমদম থেকে শোভাবাজার পর্যন্ত ১০ টাকা ভাড়া দিতে হত। এবার দিনের শেষ মেট্রোয় চড়লে যাত্রীদের l ২০ টাকা ভাড়া দিতে হবে। ১৫, ২০ ও ২৫ টাকা ভাড়ার ক্ষেত্রেও একইভাবে বাড়বে ভাড়া।
প্রসঙ্গত যাত্রীদের সুবিধার জন্য কলকাতা মেট্রো রাত্রিতে মেট্রো পরিষেবা চালাচ্ছে। সোম থেকে শুক্র রাত ১১টায় কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে ছাড়ছিল শেষ মেট্রোটি। ২৫ মে থেকে চালু এই পরিষেবা। কিন্তু বেশিরভাগ দিনই থাকে ফাঁকা। যার কারণে এই পরিষেবা চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে কর্তৃপক্ষ।