মেট্রোর সফল ট্রায়াল রান, ১১ মিনিটে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড!
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - মঙ্গলবার সফল ট্রায়াল হল মেট্রো রেকের। ‘অভিশপ্ত’ বৌবাজার পেরিয়ে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সফল ট্রায়াল। মাত্র ১১ মিনিটেই পৌঁছল শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড।
সূত্রের খবর, পশ্চিম সুড়ঙ্গ দিয়ে ছুটল রেল। মঙ্গলবার বউবাজার এলাকা দিয়ে মেট্রো রেল চালিয়ে ট্রায়াল রান করা হল। এদিন এই উপলক্ষ্যে এক বিশেষ পুজোর আয়োজনও করা হয়। উপস্থিত ছিলেন খোদ কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি। সঙ্গে ছিলেন কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের কর্তারা। ছিলেন ভূগর্ভে যাবতীয় কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং সংস্থা আইটিডির কর্তারাও।
মেট্রো সূত্রে খবর, এদিন শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় ২ কিলোমিটার মেট্রোর একটি রেক চলাচল করে। বউবাজারের নিচে দিয়ে যাওয়ার সময় অত্যন্ত ধীর গতিতে মেট্রোর রেকটি চলেছে। মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন, এটা চূড়ান্ত ট্রায়াল রান না হলেও, অন্তত মেট্রো চলাচলের জন্য ভূগর্ভ তৈরি, সেটা এদিন নিশ্চিত হওয়া গেছে।
প্রসঙ্গত, সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সিগনালিং প্রক্রিয়া আধুনিকীকরণের কাজ চলবে। যে কারণে প্রায় দেড় মাস সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখার ব্যাপারে সিলমোহর দেওয়া হয়েছে। মেট্রো সূত্রে খবর, ভূগর্ভে দু’টি টানেল রয়েছে। সেখানে সিগন্যালিংয়ের কাজ চলছে।
এরপরেই চলতি বছরে চালু হবে মেট্রো। যদিও সেটা নিয়ে এখনও কোনও দিনক্ষণ ঠিক হয়নি মেট্রোর তরফ।