News details

image

Rabi Mondal / 02 December, 2024

মাঝরাতে বাড়িতে ঢুকে খুনের চেষ্টা ব্যবসায়ীকে

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - হঠাৎ করে বাড়িতে ঢুকে এলো দুষ্কৃতীরা। তারপরেই বাড়ির মালিককে কুপিয়ে খুনের চেষ্টা। আহতের নাম শাফিউল মন্ডল, পেশায় একজন ব্যবসায়ী। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে।

 

সূত্রের খবর মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর মাঠপাড়া এলাকার বাসিন্দা শাফিউল মন্ডল ভুসিমালের ব্যবসা করেন। রবিবার রাতে বাড়িতে ছিলেন তখন একদল দুষ্কৃতী কারেন্ট অফ করে দিয়ে হামলা করে। শাফিউলকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। চিৎকার শুনে জড়ো হয় প্রতিবেশীরা। তখন অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর শাফিউলকে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। 

 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারণে তাকে খুন করার চেষ্টা করছিল দুষ্কৃতীরা সে বিষয়ে কেউ কিছু বলতে পারেন নি। ব্যবসায়িক কোনো লেনদেনের থেকে শত্রুতা জেরে না বাড়িতে চুরি করতে এসে দেখে ফেলায় তাকে কুপিয়ে খুনের চেষ্টা সে বিষয়ে খতিয়ে দেখছে হরিহরপাড়া থানা পুলিশ। 

 

আহত শাফিউল জানান "আমি শুয়ে ফোন দেখছিলাম। তখন দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে । ওরা প্রথমে বাড়ির ইলেকট্রিক নিভিয়ে দেয়। তারপরেই আমাকে বেধড়ক ভাবে মারধর করতে থাকে। ধারালো অস্ত্র দিয়ে এলপাথারি ভাবে কুপিয়ে খুন করার চেষ্টা করে। আমি কাউকে চিনি না। কেন এরম হল কিছুই বুঝতে পারছি না।"