"জঙ্গিরা হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক" পাহেলগাঁও হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রা পালের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - পাহেলগাঁও হামলা নিয়ে যখন তোলপাড় গোটা দেশ। তখন এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে নানান রাজনৈতিক চর্চা। কেন্দ্র রাজ্য বিরোধের মাঝেই ফের একবার পাহেলগাঁও হামলা সহ একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী নেত্রী অগ্নিমিত্রা পাল।
সূত্রের খবর, পাহেলগাঁও হামলায় একাধিক প্রাণহানির ঘটনায় দেশজুড়ে যখন উত্তাল পরিস্থিতি, তখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, " প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিচ্ছেন সেই পদক্ষেপ মুখ্যমন্ত্রী নেবে এটা আশা করা যায় না। এসব জঙ্গিরা হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক। এরা এখানে এসে থাকলে খায় পরে পুলিশের আর তৃণমূলের কাউন্সিলের হেফাজতে থাকে তার পরে গিয়ে সারা ভারতে নাশকতা ছড়ায়। এটাই হয়ে আসছে। যতদিন না মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকানো হচ্ছে পশ্চিমবঙ্গের শান্তি আসবে না।"
অক্ষয় তৃতীয়ার দিনে দিঘাতে উদ্বোধন হতে চলেছে পুরীর আদলে তৈরি জগন্নাথ ধাম। সেই বিষয়ে বিরোধী নেত্রী বলেন, " একটা কালচারাল সেন্টার শুরু হতে চলেছে, কোনো জগন্নাথ ধাম নয়। কোন সরকারেরই মন্দির বা মসজিদ বানানোর অধিকার নেই। বাংলার হিন্দুদের তিনি মূর্খ ভেবেছেন, বোকা বানিয়ে মুখে বলছেন জগন্নাথ ধাম আর কাগজে-কলমে লিখছেন কালচারাল সেন্টার। কেন্দ্রীয় সরকারের মানসিকতা এত ছোটো হয়নি যে ট্রেন ক্যান্সেল করবে। রেলের কোনো সমস্যার কারণে ট্রেন বাতিল হয়েছে।"
শুধু তাই নয়, এসএসসির প্রসঙ্গ তুলেও সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে অগ্নিমিত্রা পাল বলেন, "যে OMR শিট সিবিআই ধরেছিল সেটাই বের করে দিলে তো প্রমাণ হয়ে যায় করাযোগ্য আর কারা অযোগ্য। কিন্তু মুখ্যমন্ত্রী তা করবেন না কারণ যারা অযোগ্য টাকা দিয়ে চাকরি পেয়েছে সে সমস্ত কিছুই প্রকাশ্যে চলে আসবে আর যারা যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পায়নি সেটাও প্রকাশ পেয়ে যাবে। তাই পুলিশের জোরে যে অত্যাচার টা মুখ্যমন্ত্রী করছেন তার জবাব ও শাস্তি তিনি ২০২৬-এ পাবে।"