১৩ বছরেই কোটিপতি, আইপিএলে নয়া ইতিহাস বৈভব সূর্যবংশীর
নিজস্ব প্রতিনিধি, জেড্ডা – মাত্র ১৩ বছর বয়সেই আইপিএল নিলামে ইতিহাস গড়লেন বিহারের বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম কোটিপতি ক্রিকেটার হলেন তিনি। বয়স ১৩ বছর ২৪৩ দিন। বেস প্রাইস ছিল ৩০ লক্ষ। বৈভবকে দলে দিতে দর হাঁকে দিল্লি ক্যাপিটালস। শেষ পর্যন্ত ১.১০ কোটিতে তাঁকে কিনে নেয় রাজস্থান।
বিহারের তাজপুর গ্রামের বাসিন্দা বৈভব সূর্যবংশী। বাবা সঞ্জীব সূর্যবংশী পেশায় কৃষক। বাবার থেকেই ক্রিকেটে হাতেখড়ি হয় বৈভবের। ৯ বছর বয়সে তাঁকে সমস্তিপুর ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করান তাঁর বাবা। সেখান থেকেই শুরু। বৈভবকে স্ট্যান্ড বাই রেখেছিলেন বিহারের অনূর্ধ্ব ১৬ দলের নির্বাচকরা।
চলতি বছরেই ১২ বছর ২৮৪ দিন বয়সে বিহারের জার্সিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার বৈভবের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ টেস্ট সিরিজেও খেলেছেন তিনি। ৫৮ বলে শতরান করে বৈভব। তাঁর ইনিংস সাজানো ছিল ১৪ টি চার ও ৪ টি ছয় দিয়ে। স্ট্রাইক রেট ১৬৭.৭৪।