News details

image

Rabi Mondal / 17 November, 2024

মিস ইউনিভার্স প্রতিযোগীতার সেরা ১২ থেকে ছিটকে গেল ভারত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতার সেরা ১২ তে ঠাঁই হল না মিস ইন্ডিয়া রিয়া সিংয়ের। প্রিলিমিনারি রাউন্ডে নজর কারলেও সেরা ১২ তে বিচারকদের মনে জায়গা করতে পারেননি রিয়া। অপরদিকে এবারের মিস ইউনিভার্সের খেতাব জয় করে নিলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়ার।

 

২০২৪ সালের মিস ইউনিভার্স খেতাব জয়ের প্রতিযোগিতা ইতিমধ্যেই শেষ হয়েছে। ৭৩ তম মিস ইউনিভার্স এবার মেক্সিকোতে অনুষ্ঠিত হয়। কিন্তু এবারে ভারতের পারফরমেন্স হতাশাজনক। সেরা ১২ তে নিজের জায়গা পাকা করতে পারেননি এবারের মিস ইন্ডিয়া রিয়া সিং। যদিও তিনি সেরা ৩০ এ নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। প্রিলিমিনারি রাউন্ডেও বেশ নজর কেড়েছিলেন। কিন্তু ফাইনাল রাউন্ডে জায়গা করতে পারেননি রিয়া।

 

২০২৪ এ সেরা পাঁচ এ জায়গা করে নিয়েছে মেক্সিকো, নাইজেরিয়া, থাইল্যান্ড, ভেনেজুয়েলা, এবং ডেনমার্কের প্রতিযোগীরা।তবে ইতিহাস তৈরি করেছে ডেনমার্ক। দেশের ২১ বছর বয়সী ভিক্টোরিয়া কেয়ারের মাথায় প্রথমবারের জন্যে উঠল এই শিরোপা। মেক্সিকোর মারিয়া ফরনান্দা বেল্ট্রান দ্বিতীয় হন। তৃতীয় হন নাইজেরিয়ার প্রতিযোগী।