News details

image

Rabi Mondal / 30 November, 2024

অনুপস্থিত রোহিত-কোহলিরা, হরমনপ্রীতকে সঙ্গে নিয়ে ওয়ানডে জার্সি উদ্বোধন জয় শাহর

নিজস্ব প্রতিনিধি, মুম্বই – শনিবার ভারতের ওয়ানডে জার্সি উদ্বোধন করলেন জয় শাহ। সেখানে উপস্থিত ছিলেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। বর্ডার গাভাসকর ট্রফির জন্য অস্ট্রেলিয়ায় রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তাই ওয়ানডে জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তাঁরা।

মুম্বইয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের ওয়ানডে জার্সি উদ্বোধন করা হল। এই জার্সি প্রথম পরে খেলবে ভারতের মহিলা দল। আগামী ২২ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে হরমনপ্রীতরা। সেখানেই প্রথম দেখা যাবে নতুন জার্সি। নতুন জার্সির কাঁধে লম্বা সাদা স্ট্রাইপের ওপর থাকছে জাতীয় পতাকার তিন রং। বাকি জার্সি চিরাচরিত নীল রংয়ের। মাঝে স্পনসর DREAM 11-এর নাম সহ গেরুয়ায় লেখা ‘ইন্ডিয়া’।

ভারতের ওয়ানডে জার্সি উদ্বোধনের পর মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর জানান, “জার্সি উদ্বোধনের দায়িত্ব পাওয়া বিরাট সম্মানের। এটাও আনন্দের যে আমরাই প্রথম এই জার্সি পরে মাঠে নামব। জার্সি দেখতে খুব খুব সুন্দর হয়েছে। বিশেষ করে কাঁধের তেরঙ্গা রং অপূর্ব লাগছে। খুব আনন্দিত যে এরকম বিশেষ জার্সি পাচ্ছি।“