গায়ানা সফরে মোদি
নিজস্ব প্রতিনিধি, জর্জটাউন - ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ গায়ানা সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ ৫৬ বছর পর গায়ানা সফরে গেলেন ভারতের কোনও প্রধানমন্ত্রী। বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলি। গায়ানায় ভারতীয় গান-নৃত্য দেখে মুগ্ধ মোদি।
ব্রাজিলের রিও দে জেনেইরোতে জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার পর গায়ানা সফরে যান মোদি। তাঁকে গায়ানার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অব এক্সিলেন্স’-এ সম্মানিত করেন গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলি। সম্মানিত হওয়ার পর মোদি জানান, "এই সম্মান শুধুমাত্র আমার নয়। এই সম্মান ১৪০ কোটি ভারতবাসীর।"
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডলে ৪ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, গায়ানায় মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে। উষ্ণ অভ্যর্থনা পেয়ে মুগ্ধ তিনি। গায়ানার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান মোদি। বিশেষজ্ঞ মহলের মতে, গায়ানায় ৫৬ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী যাওয়ায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে।