News details

image

Rabi Mondal / 22 November, 2024

৬ দিনে তিন দেশে সফর মোদির

নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ১৬ থেকে ২১ নভেম্বর, ৬ দিনে তিন দেশে সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশ সফরে রাষ্ট্রনেতাদের সঙ্গে ৩১ টি দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। ৬ দিনে নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানা এই তিন দেশে সফর করেন মোদি। 

নাইজেরিয়ার রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ব্রাজিলের রিও দে জেনেইরোতে ১৯তম জি-২০ সম্মেলনে যোগ দেন তিনি। এর মাঝে ব্রাজিল, ইন্দোনেশিয়া, পর্তুগাল, ইতালি, নরওয়ে, ফ্রান্স, যুক্তরাজ্য, চিলি, আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন মোদি। 

সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মিশর, মার্কিন যুক্তরাষ্ট্র ও স্পেনের নেতাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের মতো একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রধান, জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। 
 
জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার পর গায়ানা সফরে যান মোদি। সেখানে গায়ানা, ডোমিনিকা, বাহামা, ত্রিনিদাদ ও টোবাগো, সুরিনাম, বার্বাডোস, অ্যান্টিগুয়া ও বারবুডা, গ্রেনাডা ও সেন্ট লুসিয়ার নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।